ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

সদরপুরে করোনায় ২ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ১৬ জুন ২০২০ | আপডেট: ১৮:১৩, ১৬ জুন ২০২০

ফরিদপুরের সদরপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় এই জেলায় নতুন ৪ জনের মৃত্যু হয়েছে। আর মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৭ জনে। 

সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গুলদার জানান, গতকাল সোমবার রাতে উপজেলার ১৭রশি গ্রামের মুন্নাত মিয়া এবং আজ সকালে পূর্ব শ্যামপুর গ্রামের নূর ইসলাম করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। এসময় নির্বাহী কর্মকর্তা জানান করোনায় নিহতদের স্বাাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।

ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান জানান,উপজেলায় নতুন করে করোনা রোগী বৃদ্ধি পাওয়ার ফলে ভাঙ্গা উপজেলাকে আগামী ১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। লকডাউন চলাকালে ওষধ ও খাবারের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এবং জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

উল্লেখ্য,ফরিদপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯১২ জন।
কেআই/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি