ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

করোনার উপসর্গ নিয়ে দন্ত চিকিৎসকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২১ জুন ২০২০ | আপডেট: ১৫:১৬, ২১ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামে একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায়। 

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতরাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ভোর ৫টার দিকে মারা যান তিনি। 

ডা. শওকত হোসেন বলেন, ‘পরীক্ষার জন্য আমাদের লোকজন ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন পরীক্ষা করাবেন না জানিয়ে লাশ নিয়ে চলে গেছেন।’

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি