ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বগুড়ায় করোনায় প্রকৌশলী ও শিক্ষকের মৃত্যু 

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৯, ২১ জুন ২০২০

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রকৌশলী ও শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সালাউদ্দিন (৫৪) ও সাফিউল আলম (৫৯)। 

আজ রোববার সকাল ৮টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং মোহাম্মদ আলী হাসপাতালে তারা মারা যান।  

জানা গেছে, প্রকৌশলী সালাউদ্দিন বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি ঢাকা সদর দপ্তরের রাজশাহী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ছিলেন। লকডাউনের পর থেকে তিনি বগুড়ায় পরিবারের সাথেই থাকতেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ছিলেন।

আব্দুর রহিম জানান, ‘সালাউদ্দিন করোনা পরীক্ষার জন্য টিএমএসএস এ গত ৩১ মে নমুনা দেন। পরদিন ১ জুন সেই নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে ৪ জুন বিকেল ৪টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। দীর্ঘ ১৭দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে তিনি মারা যান। সালাউদ্দিনের দুই ছেলে করোনায় আক্রান্ত হলেও তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।’

অপরদিকে, সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত সাফিউল আলম (৫৯) নামে এক শিক্ষক  মারা গেছেন। এই নিয়ে জেলায় একই সময়ে দুইজনের প্রাণ কাড়ল করোনা। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি