ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হিলিতে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ২১ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে নিরাপদ সবজি গ্রাম স্থাপনের লক্ষ্যে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

হাকিমপুর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার দুপুর ২টায় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ সবজী চাষীদের মাঝে এসব বিতরন করেন। উপজেলার ১৩৫জন সবজী চাষীদের মাঝে ১ হাজার পিস ফেরোমন ফাঁদ বিতরন করা হয়। সেই সাথে এসব ব্যবহারের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে চাষীদের নানারকম পরামর্শ প্রদান করেন কৃষি অফিসের কর্মকর্তাগন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদিক আব্দুল্লাহ, কৃষি অফিসার শামীমা নাজনীন, কৃষি সম্প্রসারন অফিসার আরজেনা বেগম, আব্দুল হান্নান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানসহ অনেকে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি