ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

কুমিল্লায় আরও ৭৯ জন আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ২১ জুন ২০২০

কুমিল্লায় এক দিনে সর্বোচ্চ ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬৮১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭ জন, বরুড়ায় ৬ জন, চৌদ্দগ্রামে ৬ জন, দেবীদ্বারে ১৪ জন, সদর দক্ষিনে ৮ জন, লাকসামে ২ জন, দাউদকান্দিতে ৪ জন, হোমনায় ১৩ জন, মুরাদনগরে ৮ জন, বুড়িচংয়ে ৭ জন, আদর্শ সদরে ২ জন ও ব্রাহ্মনপাড়ায় ২ জন। নতুন ১ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৭৯ জন।
 
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৬৮১ জন মৃত্যুবরণ করেছেন ৭৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৬৮১ জনের মধ্যে আজকের ৩০ জনসহ ৭৭৭ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬৩৫ জন, দেবীদ্বারে ২৮৫ জন, মুরাদনগরে ২১৪ জন, চান্দিনায় ১৭০ জন, লাকসামে ১৭৪ জন, চৌদ্দগ্রামে ২০৭ জন, বুড়িচংয়ে ১৪৩ জন, নাঙ্গলকোটে ১২৯ জন, আদর্শ সদরে ১১২ জন, দাউদকান্দিতে ১১৫ জন, সদর দক্ষিনে ৭০ জন, তিতাসে ৭১  জন, ব্রাহ্মনপাড়ায় ৫১ জন, বরুড়ায় ৮৪ জন, মনোহরগঞ্জে ৭৩ জন, হোমনায় ৬৯ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৩৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ২৬৮১ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৬,২৬২ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৪,৮৪৪ জনের। 
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি