ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৮, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

‘পাটকল বন্ধ নয়-শ্রমিক ছাঁটাই নয়,’ ‘রাষ্ট্রায়ত্ত পাটকল ‘পিপিপি’ নয়, ‘আধুনিক যন্ত্রপাতি দ্বারা উন্নয়ন কর, দুর্নীতি-লুটপাট বন্ধ কর’-এসব স্লোগানে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখা। 

আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা মুজিববর্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে কারখানা চালু রাখার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

এতে উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ছাত্র মৈত্রীর মহানগর সভাপতি জুয়েল খান, শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস জামান টুটুল, যুব মৈত্রীর সভাপতি নগর সভাপতি মনিরুজ্জামান মনিসহ অনেকে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি