ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

করোনায় ও উপসর্গে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৪, ৩ জুলাই ২০২০

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এদিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরেক বৃদ্ধ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, ‘বৃহস্পতিবার সন্ধায় আইসোলেশনে চিকিৎসাধীন থাকা করোনাক্রান্ত মহসীন রেজভি (৬৫) নামে পুলিশের অবসর প্রাপ্ত এক উপপরিদর্শক মারা যান। তিনি শহরের রঘুনন্দনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এর আগে একইদিন দুপুরে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কুলাউড়া উপজেলার হাফিজ মোহাম্মদ নামে ৯০ বছর বয়সী আরেক বৃদ্ধ মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়।

২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল আরও জানান, ‘বৃহস্পতিবার পর্যন্ত আইসোলেশন সেন্টারে ৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে দুই জন মারা গেছেন। একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেটে রেফার করা হয়। বাকি ৪ এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি