ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

নবাবগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ১৪ জুলাই ২০২০

“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান”এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেনতনতা” শীর্ষক প্রচার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে কর্মদক্ষতা অর্জন, বৈদেশিক ভাষা শিক্ষা গ্রহন, সরকারি নিবন্ধন নিশ্চিতকরণ, কাগজপত্র জেনে বুঝে বৈধভাবে বিদেশ যাওয়াসহ নিরাপদ অভিবাসনের উপায় নিয়ে আলোচনা করা হয়। 

এতে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজালাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা পিয়াঙ্কা সাহা, খাদ্য কর্মকর্তা ইসরাক জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদিন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শিক্ষকরা।

এর আগে একই স্থানে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বক্সনগর ও আগলা ইউনিয়ন পরিষদ উপজেলায় সেরা ইউনিয়ন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন কর্তৃক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি দুজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন।   
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি