ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

দেনা পরিশোধ করতে না পারায় স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ১৯ জুলাই ২০২০

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী শাহানাজ বেগম (৪২) নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। রোববার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা ও তার বাড়ির ভাড়াটিয়ারা জানান, শাহানাজ বেগম বিভিন্ন লোকের কাছে অনেক টাকা দেনা ছিলেন। পাওনাদারেরা টাকার জন্য বারবার তাকে চাপ দেওয়ায় এবং দেনা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনেকে ধারণা করছেন।
 
তার স্বামী নজরুল ইসলাম জানান,তার স্ত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিছুদিন আগে সে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার মানসিক অবস্থা ভাল ছিল না। রোববার সকালে সবার অগোচরে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো  হয়েছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি