ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কোম্পানীগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ২১ জুলাই ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছে উপজেলা আ’লীগসহ, ব্যবসায়ী এবং সাংবাদিক সংগঠনগুলো।

আজ মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ‘ইউএনও জাতীয় দিবসের নামে চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করেন। অবিলম্বে আমরা ইউএনওর প্রত্যাহার চাই।’

এ সময় বক্তব্য রাখেন,  নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য নয় বলে জানান।

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি