ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

নেত্রকোনায় বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ 

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নেত্রকোনা শুক্রবার সন্ধ্যা দিকে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী বাজারের সন্নিকটে কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান চালিয়ে মিলের ভিতরে পলিথিন কারখানা ও বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেয়েন্দা তথ্যের ভিত্তিতে এন এস আই নেত্রকোনার উপ-পরিচালক মো. তৌহিদুর রহমান-এর নেতৃত্বে একটি টিম শুক্রবার সন্ধ্যায় সতেরশ্রী বাজারের সন্নিকটে কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেন।

এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরশাদ উর আহমেদ উপস্থিতে অভিযান পরিচালনাকালে এন এস আই কৃষক বন্ধু রাইস মিলের ভিতর নিষিদ্ধ ঘোষিত পলিথিনের কারখানা দেখতে পান। অভিযানে বিপুল পরিমাণ পলিথিনসহ কাঁচামাল জব্দ করা হয়। 

পরে অবৈধ কারখানার মালিক জাহাঙ্গীর হোসাইন রেজভীকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. এরশাদ উর আহমেদ পরিবেশ আইনে মালিক জাহাঙ্গীর হোসাইন রেজভীকে দেড় লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন।
কেআই/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি