ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বন্যার্তদের পাশে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে বন্যাদুর্গতদের মাঝে তৃতীয় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। আজ বুধবার সকালে কাঁঠালীঘাটা এলাকায় জার্মান প্রবাসী মাসুম মিয়ার বাড়িতে আওয়ামী লীগের জার্মান শাখার যুগ্ম-আহ্বায়ক মো. রোমান মিয়ার অর্থায়নে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।

এতে ৭০০ পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, চিনি ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়। এর আগে দুই ধাপে ৩ হাজার পরিবারকে ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশীদসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকমন্ডলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি