ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিষ দিয়ে বীজতলা নষ্ট, বিপাকে কৃষকেরা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বরগুনায় প্রায় ৪০ শতাংশ জমির বীজতলায় বিষ দিয়েছে দুর্বৃত্তরা। জেলার পারঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এতে করে ওই গ্রামের ইউনুছ মোল্লা, ছোমেদ, চুন্নু, দলু খান, মহারাজ, আমজেদ, ইব্রাহীম ও বাদলসহ একাধিক কৃষকের জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

জমির মালিক কৃষক মো. ইউনুছ, ছোমেদ মিয়াসহ ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের প্রায় ১০ একর জমিতে ধান চাষের জন্য ৪০ শতাংশ জমিতে বীজতলা করেন। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকলে জমিতে গিয়ে দেখেন ৪০ শতাংশ জমির মধ্যে অধিকাংশ বীজতলা পুড়ে গেছে। এতে করে প্রায় ১০ একর চাষযোগ্য জমি নিয়ে বিপাকে পড়েছেন তারা।’

ভুক্তভোগীরা জানান, ‘একই গ্রামের ইউসুফ ওরফে কালা ইউসুফ তাদের জমিতে বীজতলা নষ্ট করতে কীটনাশক ব্যবহার করেছে। তার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় বিষ দিয়ে তাদের বীজতলা নষ্ট করেছে। এতে তাদের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি বীজতলা বিষ দিয়ে নষ্ট করিনি। মূলত ওই বীজতলার ওপর আমরাও নির্ভরশীল। যদি সত্য প্রমাণিত হয় তাহলে যে বিচার হবে আমি মেনে নিব।’ 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, ‘ঘটনা শোনার পরেই আমি ঘটনাস্থলে গিয়েছি। কিছু বীজতলা পুড়ে গেছে, তবে কোনো বিষ দিয়ে নষ্ট করা হয়েছে কী-না এটি তদন্তের বিষয়। তাই, এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি