ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১২ আগস্ট ২০২০

সস্ত্রীক আ ফ ম রুহুল হক

সস্ত্রীক আ ফ ম রুহুল হক

Ekushey Television Ltd.

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক আর নেই। বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এদিকে সাতক্ষীরার জনপ্রিয় এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি