ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় অস্ত্রসহ আটক ১

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৪ আগস্ট ২০২০ | আপডেট: ২২:২৪, ১৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বরগুনা পাথরঘাটার পদ্মা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ এক জলদস্যুকে আটক করা হয়েছে। জলদস্যুর নাম কামাল (৩২)। কোস্টগার্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি সাগরের ডাকাতি করা জামাল বাহিনীর সদস্য। 

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের ক্যাম্প কমান্ডার লে. মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগর জেলে ট্রলারে ডাকাতি সংগঠিত করতে অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ সদর ইউনিয়নের পদ্মা এলাকায় অভিযান চালায়। কামাল একই এলাকার জালাল মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি