ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

শরণখোলায় শতাধিক মানুষকে ত্রাণ দিলেন বাবুল দাস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:২৮, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস তার ব্যক্তিগত তহবিল থেকে করোনায় কর্মহীন নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি মসুরের ডাল ও এক কেজি লবণ।

বৃহস্পতিবার সকল ধর্মাবলম্বীদেরই এ সহায়তা দেয়া হয়।

বাবুল দাস

উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল ভৌমিক, পূজা উদযাপন পরিষদের নেতা গোপাল কর্মকার, তাপস ভৌমিক, নির্মল কর্মকার ও বিশ্বজিত কর্মকার।
একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি