ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

হিলিতে নেশাজাতীয় অ্যামপুলসহ আটক ১ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:১৩, ২২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিচ অ্যামপুলসহ মামুন হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের মংলা বাজারের পাকা রাস্তার উপর থেকে অ্যামপুলসহ তাকে আটক করে পুলিশ। সে হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের মুকুল হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টায় এসআই জুয়েল হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে মংলা বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। 

এসময় সেখান থেকে ৭২ পিচ নেশাজাতীয় অ্যামপুলসহ মামুনকে হাতে নাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি