ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৩ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে, ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে মিথিলা (৬) এবং তার খালা শামসুন্নাহার (১০)। মিথিলা মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও শামসুন্নাহার মডেল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

পরিবারের লোকজন জানায়, দুপুরে বাড়ির সামনে মাছ ধরেত গিয়ে প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন্নাহারও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে  কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান খান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি