ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ইউএনও’দের বাসভবনে আনসার মোতায়েন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ৬ সেপ্টেম্বর ২০২০

সিরাজগঞ্জের ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪ জন করে আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ দায়িত্ব পালন করবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা। 

তিনি জানান, অনভিপ্রেত ঘটনা এড়াতে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রতিটিতে ৪ জন করে মোট ৩৬ জন আনসার সদস্য নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। আনসাররা প্রত্যেক উপজেলা পরিষদ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি