ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্লাজমা দিচ্ছেন আরও ২৪ পুলিশ সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্লাজমা দিচ্ছেন করোনা জয়ী আরও ২৪ পুলিশ সদস্য। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উত্তরের জেলা কুড়িগ্রামে কর্মরত এসব পুলিশ সদস্য রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত কেন্দ্রীয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, ‘করোনা থেকে মুক্ত রোগীদের শরীরের এন্টিবডি আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভাল ফলাফল পাওয়ায় প্লাজমা দিতে উৎসাহী হয়েছেন এসব পুলিশ সদস্য। আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিজেরা সহযোগিতা করতে পারছে জেনে খুশি তারা।’

প্লাজমা দিতে যাওয়া পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানাতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায় ও সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি