ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

মসজিদে বিস্ফোরণ: আরও ৬টি লিকেজ মিলেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৫, ৯ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের ৪ নাম্বার পিলারের নিচের গ্যাস পাইপে ৬টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। একইসঙ্গে এ এলাকায় বন্ধ থাকা গ্যাস সরবরাহও আজ চালু করা হয়েছে। 

বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার। তিনি জানান, ‘মসজিদটি নির্মাণের সময় এর উত্তর পাশের চার নাম্বার পিলারের নিচে গ্যাসের পাইপের ক্ষতি হয়। পরে মাটির স্পর্শে তা বাড়তে থাকায় ৬টি লিকেজে রূপ নেয়। এই লিকেজ থেকেই গ্যাস বের হতো।’

আব্দুল ওহাব জানান, ‘মসজিদ কমিটির সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই মসজিদের দুইটি লাইনের মধ্যে একটি লাইন অবৈধ ছিল। আজ আমরা গ্যাস লাইন চালু করে মসজিদে ভেতরের ফ্লোরে পানি ঢেলে চেক করে দেখেছি কোথাও গ্যাস বের হতে দেখা যায়নি।’

এসব কিছু তুলে ধরে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি