ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

মোহনপুরে ছেলের হাতে পিতা খুন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৮:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর মোহনপুরে পান বরজ ভাগাভাগি নিয়ে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিমুদ্দীন মোল্লা (৫৫)। তিনি উপজেলার ধুরইল গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আজিমুদ্দীনের সঙ্গে পানের বরজ ভাগাভাগি নিয়ে তার দুই ছেলে রাকিবুল (২৪) ও হাসিবুর (২২)-এর বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে বড় ছেলে রাকিবুল ছুরি নিয়ে হাসিবুরকে মারতে যায়। এতে বাধা দিলে রাকিবুল তার বাবাকে ছুরিকাঘাত করে। বুকের বাম পাশে ছুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রাকিবুল পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি