ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ইউএনও’র ওপর হামলা : সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা।

আজ মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলার সীমান্তবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ বিচার দাবি করেন তারা।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার জাহিদ হাসান সিদ্দিকী। 

বক্তারা বলেন,‘চিহ্নিত সন্ত্রাসীরা জাতির শ্রেষ্ট সন্তান একজন মুক্তিযোদ্ধা বাবাকে ও তার সরকারি চাকরিজীবী মেয়েকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তা কোনভাবেই ক্ষমারযোগ্য নয়। তাই অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের এবং মদদদাতাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

মানববন্ধনে কাজিপুর উপজেলা ছাড়াও সিরাজগঞ্জ সদর এবং বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ গ্রহণ করেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি