রাজশাহীতে বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে হত্যা
প্রকাশিত : ১৪:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২০
 
				
					রাজশাহীতে বাকিতে সিরারেট না দেয়ায় দোকানিকে ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে এ ঘটনায় নিহতের নাম আদর আলী (৩৫)। তিনি ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।
রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, রাত সোয়া ১২টার দিকে ছুরিকাঘাতে আহত আদরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে দর্পণ (৪৫) ও বাপ্পা (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, ভেড়িপাড়া মোড়ে আদরের ছোট একটি পান-সিগারেটের দোকান আছে। সোমবার রাত ১২টার দিকে ওই দোকানেই হামলা চালান দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এমবি//
আরও পড়ুন
 
				        
				    






























































