ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ভারিবর্ষণে পানিবন্দী লক্ষাধিক মানুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২ অক্টোবর ২০২০

উজানের ঢল আর ভারিবর্ষণে নদ-নদীর পানি আরও বাড়ছে। এতে করে ভেসে গেছে ব্রিজ কালভার্ট ও রাস্তা। পানিবন্দী অবস্থায় রয়েছে লক্ষাধিক মানুষ। 

ঢাকার অদূরে টাঙ্গাইলের বাসাইল-বিলপাড়া সড়কের বাসাইল দক্ষিণ পাড়ার গারামাড়া বিল সংলগ্ন কালভার্ট পানির স্রোতে ভেঙে গেছে। এতে মির্জাপুর উপজেলা সদরসহ বেশকিছু গ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি আবারও বাড়ছে। জলমগ্ন হয়ে পড়েছে পৌর এলাকার ১২টি ওয়ার্ড। পানিবন্দী হয়ে পড়েছে সিংড়া ও নলডাঙ্গা উপজেলার লক্ষাধিক মানুষ। 

এদিকে যমুনায় পানি বেড়ে যাওয়ায় ষষ্ঠ দফা বন্যার কবলে পড়েছে উত্তরের জেলা সিরাজগঞ্জের নিম্নাঞ্চল। 

এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি