ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নলছিটিতে ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর ইলিয়াস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস। 

এ সমসয় উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা বাবুল সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী, কৃষক লীগের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার প্রমুখ। 

এছাড়া সেমিনারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি