ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কারাগারে যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৭, ১৬ অক্টোবর ২০২০

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি যুদ্ধাপরাধী মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোরে তিনি মারা যান। মৃত ওই যুদ্ধপরাধী বন্দী হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মৃত মাহবুবুর রহমান (৭২) টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল মাহবুবুর রহমান। আগে থেকেই তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে অসুস্থ ছিলেন। 

তিনি আরও জানান, শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ কারাগারের তার কয়েদি নং- ৪৪১২/এ ছিল।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি এ কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান শফিকুল ইসলাম।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি