ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ২৯ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চাঞ্চল্যকর একটি ধর্ষণের মামলায় রফিকুল ইসলাম (৪৬) নামের একযুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের আমিরুল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। কিছুদিন পরে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা হলে রফিকুল বিয়ের শর্ত ভঙ্গ করে। 

এরপর ২০০৭ সালের ২৯ নভেম্বর ওই অন্তঃসত্ত্বা বাদি হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ এ মামলার রায় হলো বিচারিক আদালতে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি