ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

জাতীয় যুব দিবসে নাসিরনগরে গাছের চারা ও চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ১ নভেম্বর ২০২০ | আপডেট: ১৯:৪৮, ১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপ্রাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে গাছের চারা ও বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে এই গাছের চারা চেক বিতরণ করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও সাংবাদিক বদিউর আশরাফ মুরাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম। 

এছাড়াও বক্তব্য রাখেন, যুব সংগঠনের সভাপতি সেলিম মিয়া ও সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে যুব সংগঠনের ২০০ সদস্যের মধ্যে বিভিন্ন গাছের চারা ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ৮ জন যুবকের মধ্যে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম ভুইয়া।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি