ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মানিক মিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৭:৩৬, ৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের লৌহজংয়ে লৌহজং প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মিজানুর রহমান ঝিলু (দৈনিক সমকাল) ও সাধারণ সম্পাদক পদে মো. মানিক মিয়া (একাত্তর টেলিভিশন) নির্বাচিত হন।

বুধবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ দৌলত খান কমপ্লেক্সে লৌহজং প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুই বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো. শওকত হোসেন (দৈনিক নব অভিযান), সহ-সম্পাদক পদে মো. রাকিব শেখ (দৈনিক তরুণ কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম রাকিব(দৈনিক মুন্সীগঞ্জের খবর), কোষাধ্যক্ষ পদে আ স ম আবু তালেব (দৈনিক স্বাধীন বাংলাদেশ), দপ্তর সম্পাদক পদে ফৌজি হাসান খান রিকু (দৈনিক রূপবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. ইমন হোসেন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যনির্বাহী সদস্য পদে আতিক এ রাহিম(দৈনিক সভ্যতার আলো), মো. রমজান হোসেন রকি(দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও মো. মোশারফ হোসেন বাবু(দৈনিক ডেসটিনি) নির্বাচিত হন।

কমিটি ঘোষণার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি