ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রাত পোহালেই বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২২:৩৩, ৯ ডিসেম্বর ২০২০

রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। ইতিমধ্যে বুধবার নির্বাচনের সকল মালামাল ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলবে। মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ায় এখন শুধু কাউন্সিলর প্রার্থীদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে। 

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে থাকবে ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। 
 

বাঞ্ছারামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ৩২ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭০ জন এবং নারী ভোটার ১০ হাজার ৬৬২ জন। বাঞ্ছারামপুর পৌর নির্বাচনে এবারই প্রথম ইভিএম ব্যবহার হওয়ায় ভোটারদের মাঝে কৌতুহল বিরাজ করছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি