ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হাতিয়ায় বরযাত্রীর ট্রলারডুবি, নববধূ-শিশুসহ ৭ মৃতদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১৫ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলার ডুবে নববধূ ও দুই শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দেও ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নববধূর নাম তাসলিমা বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে তীরে উঠছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি