ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৯, ১৭ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০দিকে রামারবাগ এলাকার সাঈদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় মামুন মিয়ার ছেলে ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র  মো. জিসান (১২) ও পোশাক শ্রমিক আবদুর রাজ্জাক (৩৫)।

আহতরা হলেন, রামারবাগ এলাকার খাইরুল ইসলামের স্ত্রী শাহিদা বেগম (৪০)। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।  অন্যজন একই এলাকার পিয়ার আলীর ছেলে এবং মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান সাকিব (১৩)। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন জানান, ‘রামারবাগ এলাকায় সেফটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জিসান নামে এক শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাজ্জাক নামে আরেক পোশাক কারখানার শ্রমিকও নিহত হয়েছেন। এছাড়া আহত আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি