ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দ্বিতীয় লাইনে সরে গিয়েও রক্ষা পেল না কিশোর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ১৯ ডিসেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের এক লাইন থেকে পাশের লাইনে সরে গিয়েও রক্ষা পেলো না, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা পড়ূয়া এক কিশোরের। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোর মাদ্রাসাছাত্রের নাম হুজায়ফা (১৩)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের মাওলানা ইয়াছিন মিয়ার ছেলে। 

রেলওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সেতাফুর রহমান জানান, ওই কিশোর রেললাইন ধরে হাঁটার সময় লাইনে ট্রেন চলে আসলে সে পাশের লাইনে চলে যায়। এ সময় পাশের লাইন দিয়েও একই সময়ে পেছন দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে এবং ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি