ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঠাকুরগাঁও সীমান্তে অর্ধপোতা গরু ব্যবসায়ীর মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৭, ২২ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে নাগর নদীর বালুর চর থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) অর্ধপোতা অবস্থায় রমজান আলী (৩০) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত রমজান আলী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের মৃত ভাতু মোহাম্মদের ছেলে। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি সূত্রে জানা যায়- মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ভারতীয় সীমান্তের উত্তর দিনাজপুর তিনগাঁও ক্যাম্পের ৩৭৫ এস পিলার এলাকার কাটাতারের এপারে বাংলাদেশের অভ্যন্তরে নাগর নদীর চরে রমজান আলীর মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে আরও জানা যায়- বালুতে অর্ধপোতা অবস্থায় উদ্ধারকৃত মরদেহে আঘাতের চিহ্ন ছিল। তবে ঠিক কি কারণে বা কিভাবে লোকটির মৃত্যু হয়েছে তা তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়। ময়না তদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বিজিবি ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি