ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

মাদকাসক্ত বন্দীর পুনর্বাসনে রিকশা প্রদান

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৬, ২৪ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২১:৫৩, ২৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পাবনায় মাদকাসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মুক্তিপ্রাপ্ত এক বন্দীকে রিকশা প্রদান করা হয়েছে। কারা কর্তৃপক্ষের সহায়তায় ব্যতিক্রমি এই উদ্যোগ নিয়েছে সমাজসেবা বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান অপরাধী সংশোধন পুনর্বাসন সংস্থা। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া আমিনপুর থানার শ্যামসুন্দর গ্রামের সুমন আলীকে একটি নতুন রিকশা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজ, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রাশেদ কবীর, জেল সুপার শাহ আলম খান, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার মো. শায়েখ ইবনে পল্লব। 

পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদ কবীর জানান- এছাড়াও পাবনা কারাগার থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন আরও ৭ বন্দী। পর্যায়ক্রমে তাদেরকেও পুনর্বাসনের জন্য রিকশা প্রদান করা হবে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি