ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু শিল্পনগরে সামুদা ফুড প্রোডাক্টসের কারখানা উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ৮ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে কারখানাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। 

এসময় সামুদা ফুড প্রোডাক্টর্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা হায়দার, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বেজা কর্মকর্তা ফজলে এলাহী অলী, আবদুল কাদের খান, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাসহ বেজার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় সাংবাদিকদের জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৬০ একর জমিতে ৫ হাজার মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ইতিমধ্যে প্রায় ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এখানে কস্টিক সোডা, ক্লোরিনেডেট প্যারাফিন ওয়াক্স, হাইড্রোক্লোরিক এসিড, ক্লোরিন, সোডিয়াম হাইপোক্লোরাইট, ক্রুড সয়াবিন ওয়েল, সয়াবিন কেক, রিফাইন এডিবল ওয়েল উৎপাদন করা হবে। কর্মসংস্থান হবে প্রায় ১৫’শ জনের। 

এদিকে সামুদা গ্রুপের কারখানা নির্মাণ কাজের উদ্বোধনের আগে পবন চৌধুরী বঙ্গবন্ধু শিল্পনগরে নিরাপদ কর্ম পরিবেশের উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সনদ বিতরণ করেন। 

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কর্মকান্ড প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সন্দ্বীপ, সীতাকুন্ড, মিরসরাই, সোনাগাজী, কোম্পানীগঞ্জের প্রায় ৬০ হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। যেখানে দেশী বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য ইতমধ্যে বেজার সাথে চুক্তি করেছে।

তিনি আরও বলেন, সামুদা ফুড প্রোডাক্টস বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে।ওদের অনুমোদিত মূলধন ৫ হাজার ডলার।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি