ঠাকুরগাঁওয়ে চিনিকলে গাড়িচালককে খুনের অভিযোগ, আটক ২
প্রকাশিত : ২০:১৮, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:১৯, ২ ফেব্রুয়ারি ২০২১
				
					ঠাকুরগাঁও সুগার মিলের ভেতরে আখ দেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে আব্দুর রহিম নামে এক ড্রাইভারের বিরুদ্ধে সুরেশ চন্দ্র রায় (৫০) নামে আরেক ড্রাইভারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সুগার মিলের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত সুরেশ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (২০) কে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
অভিযুক্ত আব্দুর রহিম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ মুর্শিদহাট গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, সোমবার রাতে ঠাকুরগাঁও সুগার মিলের ভিতরে আখ দেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সেতাবগঞ্জ সুগার মিলের দুই ড্রাইভারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত সুরেশ চন্দ্র রায়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রকিবুল আলম বলেন, তিনি নিহত সুরেশ চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএইচপি/এসি
 
আরও পড়ুন
				        
				    









