ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

রাজশাহীতে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট ‘প্রবাহ’ চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২১

রাজশাহীতে প্রথমবারের মতো 'প্রবাহ' ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে স্থাপিত হলো নিরাপদ খাবার পানির প্ল্যান্ট 'প্রবাহ'। 

বৃহস্পতিবার নগরীর পদ্মা গার্ডেনে ‘প্রবাহ’ প্রকল্পের একটি প্ল্যান্ট উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম। 

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী শহরের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, বিএটি বাংলাদেশ এর হেড অব লিগ্যাল এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ এবং হেড অব এক্সটার্নাল এ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ। 

প্রতিদিন এই প্ল্যান্ট থেকে ৫ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা যাবে এবং এখান থেকে পার্কে আগত প্রায় ১০ হাজার মানুষ এর সুবিধা গ্রহণ করতে পারবেন৷ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি