ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

লেখক মুশতাকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা এ  বিষয় তদন্ত করবেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারাগারের ভিতরে অসুস্থ হয়ে পড়েন মুশতাক। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরদিন গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নয় মাস ধরে কারাবন্দী ছিলেন তিনি।
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি