ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সুনামগঞ্জে নারী কৃষকদের নিয়ে লালতীরের মাঠ দিবস

বিকুল চক্রবর্তী, জামালগঞ্জ থেকে ফিরে

প্রকাশিত : ১৭:৪৪, ১১ মার্চ ২০২১

এবার নরম হাতেই বাড়বে সবজী চাষ।  এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বেসরকারি বীজ উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান লালতীর সীড লি. এর উদ্যোগে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।  

গতকাল বিকালে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে শতাধিক পুরুষ কৃষক ও দু্শতাধিক নারী কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীন মরিচসুপার ও পার্পলকিং বেগুন উৎপাদনের বিষয়ে এ দিবস অনুষ্ঠিত হয়। 

নয়াহালট গ্রামের সফল কৃষক মো. জয়নুল ইসলামের সভাপতিত্বে ও লালতীর সীড লি. এর সুনামগঞ্জ জেলার ব্যবস্থাপন রবিউল ইসলামের সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালতীর সীড লি. এর পণ্য উন্নয়ন সেবা বিভাগের প্রধান নাসিম আকবর, সিলেট বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চত্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল ইসলাম, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল ইসলাম ও লালতীর সীড লি. এর সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

লালতীর সীড. লি. এর উচ্চ ফলনশীন মরিচ ও বেগুন চাষাবাদ করে সফলতা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, নয়াহালট গ্রামের সফলচাষী মহিবুর রহমান, স্বপ্না বেগম, নুরজাহান বেগম, আমেনা খাতুন প্রমূখ।  আলোচনা সভার পর নয়াহালট গ্রামের কৃষক মহিবুর রহমানের চাষ করা উচ্চ ফলনশীন মরিচসুপার ও পার্পলকিং বেগুন চাষের প্রদর্শনী পরিদর্শন করেন জেলা-উপজেলা কৃষি কর্মকর্তা ও লালতীর সীড লি এর কর্মকর্তাগণ। এ সময় তারা ভালো ফলন দেখে অভিভুত হন এবং এ জাত চাষে সবাইকে উদ্বুদ্ধ করেন।

লালতীর সীড লি. এর সিলেট বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চত্রবর্তী, জানান, দেশের প্রাণ আমাদের এ মাটির কারিগররা। তাদের হাতের ছোয়াই আজ আমরা উন্নয়নশীল দেশের বাসিন্দা। লালতীর সীড এই কারিগরদের নিয়েই কাজ করে। এই কাজকে আরো সমৃদ্ধ করতে পুরুষ কৃষকদের পাশাপাশি এবার নারী কৃষকদের প্রতি তারা গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন গ্রামে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস করে  কৃষি বিষয়ক প্রশিক্ষনের পাশাপাশি তাদের নিয়ে মাঠ দিবস করছেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি