ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমীন নিগার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আল আমিন ফকির, মোস্তফা ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান, সুজন এবং বাবু বেপারী। এদের মধ্যে মোস্তফা ফকির পলাতক আছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহর থেকে বাসায় ফেরার পথে একটি মেয়েকে রিক্সা থেকে জোর ধরে নিয়ে যায় আসামীরা। পরে আসামীরা রাজবাড়ী পৌরসভার ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার একটি পরিত্যাক্ত মেসে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

নির্যাতনের পর অসুস্থ্য অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে আসামীরা চলে যায়। পরে মেয়েটি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করে। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি