ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে প্রথম দিন ঢিলেঢালা লকডাউন 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রথম দিন নোয়াখালীতে চলছে ঢিলেঢালাভাবে। যানবাহনের চলাচল থেকে শুরু করে দোকান খোলা থাকতেও দেখা গেছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ও মাইজদীতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীণ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে ও শপিংমলে অনেক দোকান খোলা থাকতে দেখা যায়। 

তবে লকডাউন পুরোপুরি কার্যকরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেছে। প্রশাসন জানিয়েছে, তাদের সাতটি মোবাইল টিম মাঠে কাজ করছে। 

প্রসঙ্গত, গত নয় মাসের মধ্যে আজ সোমবার নোয়াখালীতে সবচেয়ে বেশি ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেগমগঞ্জ উপজেলারই ৩৯ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি