ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিধি নিষেধ কার্যকরে নলছিটিতে কঠোর অবস্থানে প্রশাসন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝালকাঠির নলছিটিতে সরকার ঘোষিত বিধি নিষেধ কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। 

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। 

অভিযানে মাস্ক পরিধান না করে যাতায়াতের জন্য দশজনকে দুই'শ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ  আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। একই সাথে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য মাইকিং ও মৌখিক প্রচারণা চালানো হয়।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতদিনের জন্য জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ সাত দিনের প্রথমদিন অতিবাহিত হলো। 

অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, সরকারের আদেশ অনুযায়ী এ অভিযান আগামী সাতদিন পর্যন্ত আপাতত  চলমান থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি