ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মোরেলগঞ্জে নৌকার প্রার্থীর ওপর হামলা, গ্রেফতার ১৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ১৩ এপ্রিল ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটির বিদ্রোহী গ্রুপের ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে এদেরকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাহিদুল ফরাজী, মাসুদ রানা, সেলিম শেখ, সাবু খালিফা, হাসান হাওলাদার, আবিদ হাসান মধু, স্বপন হাওলাদার, মনির শেখ, আনোয়ার শেখ, বাবু চৌকিদার, ফয়সাল শেখ,বাবুল ফরাজী ও রাজীব হাওলাদার।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আটক হওয়া ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে আসামিদেরকে আটক করেন। ঘটনার সময় ওই আসামিরা দুটি গাড়িতে করে আত্মগোপনে যাচ্ছিল বলে তদন্তকারি কর্মকর্তা জনিয়েছেন। মামলার আরও ৫ আসামি পলাতক রয়েছেন।

এর আগে উপজেলার জিউধরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদার ও তার অনুসারীরা গত রোববার বেলা ১২টার দিকে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার ওপর হামলা করেন। এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি