ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাটে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ২৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া  ৫'শ  হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালেক্টরেট মাঠে এসব বিতরণ করা হয়।
 
এ সময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শরীফুল ইসলাম করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িছে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি