ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ২ মে ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় হাঁসাইগাড়ী বিল থেকে অরুণ সাহানা (৫০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে বাড়িতে খাবার শেষে ধান পাহারা দেওয়ার জন্যে বিলে আসেন অরুণ।

রোববার (২ মে) সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অরুণ সাহানা নামাহাতাশ গ্রামের মৃত উপচান সাহানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসাইগাড়ী বিলের মধ্যে মাঠে উঠান তৈরি করে প্রতি বছরের মতো ধান মাড়াই করেন। গতকাল শনিবার অরুণের ধানের কাটা-মাড়াই হয়েছে। রাতে বাড়িতে খাবার শেষে সে ধান পাহারা দেওয়ার জন্যে আসেন। আজ সকালে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা খবর দেন স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে স্থানীয়রা অরুণ সাহানার মরদেহ বাড়ি থেকে ৫শ’ গজ দূরে বিলের মধ্যে দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি