ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

স্বামী-স্ত্রীকে হত্যার অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ৯ মে ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে স্ত্রী হোসনে আরাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে। হত্যার পর তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়া হয়।

শনিবার (৮ মে) রাতের কোন এক সময় উপজেলার ঝাউচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহতের ছেলে আল আমিন জানান, গত পাঁচ মাস আগে রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তারা একটি কারখানায় চাকরি করেন। তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং বিশ্বস্ত হওয়ায় সব সময়ই ঘরে যাওয়া-আসা করতো। মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখতো সব কিছুই জানতো তারা। সেই সুযোগে বাবা ও মায়ের সঙ্গে গল্প করে বাবাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। পরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে তারা। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি