ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ক্ষেতলালে কিডনি পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৩, ৩০ মে ২০২১

জয়পুরহাটের ক্ষেতলালে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) মামুদপুর ইউনিয়ন হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার কালাই উপজেলার বফলগাড়ি গ্রামের মৃত তমেজ আলীর ছেলে দুলু মিয়া ওরফে ডংকার (৬৪) এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নজমুল ওরফে কেরামত আলী (৪৫)। 

ক্ষেতলাল থানা সূত্রে জানা যায়, উপজেলার বফলগাড়ি গ্রামের দুলু মিয়া ওরফে ডংকার ও একই গ্রামের নজমুল ওরফে কেরামত আলী আক্কেলপুর উপজেলার গোলাম মোস্তফাসহ আরও অনেকের কাছে কিডনি ক্রয়ের প্রস্তাব দিলে তারা প্রথমে গ্রামের ডলার মাস্টারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীমকে জানালে তিনি বিষয়টি কিডনি পাচার চক্রের সদস্য সন্দেহে ক্ষেতলাল থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ মামুদপুর ইউনিয়ন হতে তাদেরকে গ্রেফতার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে প্রেরণ করে। 

পরে ক্ষেতলাল থানায় আক্কেলপুর উপজেলার গোলাম মোস্তফা বিকেল ৩টায় ১৯৯৯ সালের মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-এর ১০ (১)সহ ৪২০ ধারায় মামলা দায়ের করেন। 

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার ২নং আসামি কেরামত আলী ৪ বছর পূর্বে কিডনি বিক্রি করেছে। এখন কিডনি চক্রের সদস্য হিসেবে দালালের ভূমিকায় কাজ করছিল।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি