ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রামেকের করোনা ইউনিটে আজও মৃত্যু ১২ জনের

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ১০ জুন ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা শনাক্ত হওয়ার পর, বাকিরা মারা যান নমুনা পরীক্ষার আগে চিকিৎসাধীন অবস্থায়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। এদের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। 

ডা. সাইফুল জানান, চলতি মাসের এই ১০ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যায় ৯২ জন। এর মধ্যে ৫৬ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। 

গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮, চাঁপাইনবাবগঞ্জের ১৬, নওগাঁয় ৭ ও নাটোর ১। একই সময় ২৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. সাইফুল।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রামেকের করোনা ওয়ার্ডের ২৭১ শয্যার বিপরীতে রোগি ভর্তি রয়েছেন ২৯০ জন। এর মধ্যে রাজশাহীর ১৪২, চাঁপাইনবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫, নাটোরের ১৫, পাবনার ৩, কুষ্টিয়ার ৩ ও চুয়াডাঙ্গার ১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

এদিকে ‘নতুন হটস্পট’ রাজশাহীতে আবারও বেড়েছে সংক্রমণের হার। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় ১৬৯ জনের পজিটিভ এসেছে। তাতে আগের দিনের চেয়ে ১ দশমিক ২২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮৪ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ৪০ দশমিক ৬২ শতাংশ।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ এসেছে। এ জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ১০ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি